ঢাকা: বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতি বিনিয়োগবান্ধব উল্লেখ করে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রত্যাশা ব্যক্ত করেছেন ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট ভুওং ডিন হুয়ে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সৌজন্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠানে ভুওং ডিন হুয়ে এ প্রত্যাশা করেন।
ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট ভুওং ডিন হুয়ের নেতৃত্বে বাংলাদেশে সফররত প্রতিনিধিদলের উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিরীন শারমিন চৌধুরী বলেন, ভিয়েতনাম-বাংলাদেশ সংসদীয় সম্পর্ক সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে। পারস্পরিক সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদের মাঝে সমঝোতা স্মারক সই একটি অনন্য ঘটনা। এর মাধ্যমে দু’দেশের সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।
ভুওং ডিন হুয়ে বলেন, ভিয়েতনাম ও বাংলাদেশের ভৌগলিক, সাংস্কৃতিক ও মানুষের জীবনাচরণে যথেষ্ঠ সাদৃশ্য রয়েছে। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভিয়েতনামের ঐতিহাসিক নেতা হো চি মিন নিজ নিজ দেশের স্বাধীনতা অর্জনে মুখ্য ভূমিকা রেখেছেন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নয়নাভিরাম ও এদেশের মানুষের আতিথেয়তা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতি বিনিয়োগবান্ধব।
এ সময় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, উম্মে ফাতেমা নাজমা বেগম সংসদ সদস্য (এমপি), আরমা দত্ত এমপি, রওশন আরা মান্নান এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এসকে/এএটি