ঢাকা: ঢাকা বরিশাল মহাসড়কে দুটি বাসের সংঘর্ষের ঘটনার সময় আহত ১৫ জনকে উদ্ধার করলেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ পাওয়া যায়।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
তালহা বিন জসিম জানান, বরিশাল গৌরনদী বার্থী বাজার মহাসড়কে দুটি বাসের সংঘর্ষের ঘটনায় ফায়ার সার্ভিস থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এই পর্যন্ত আহত ১৫ জনকে তারা উদ্ধার করেছেন। এছাড়া একজনের মরদেহ পাওয়া গেছে। দুর্ঘটনার সংবাদ পাওয়া যায় ১১টা ৫৭ মিনিটে।
ঢাকা থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহন ও বরিশাল থেকে ছেড়ে আসা গুনগুন পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এজেডএস/এসআইএস