চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর থেকে ৫০০ গ্রাম হিরোইনসহ মো. আব্দুল গাফ্ফারকে (৫৫) আটক করেছে র্যাব।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫।
আব্দুল গাফ্ফারকে একই এলাকার ছয় রশিয়া গ্রামের মৃত কলিম উদ্দিন মণ্ডলের ছেলে।
এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে জেলার সদর উপজেলার ৮ নম্বর দেবীনগর ইউনিয়নের বাগান পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫০০ গ্রাম হেরোইন ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামি একজন মাদক কারবারি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করত। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এসএম