ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মুষলধারে বৃষ্টিতে তলিয়ে যায় বুয়েটও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
মুষলধারে বৃষ্টিতে তলিয়ে যায় বুয়েটও

ঢাকা: বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে টানা কয়েক ঘণ্টা মুষলধারে বৃষ্টি হয়। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা তলিয়ে যায়।

এতে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন রাতে ঘরমুখী মানুষ। রাত ১১টার দিকে রাজধানীর বেগম রোকেয়া সরণিতে কয়েকশ’ গাড়ি আটকা পড়ে। এর আধাঘণ্টা আগেই তলিয়ে যায় গ্রিন রোড এলাকা। রাত সোয়া ১০টার দিকে ওই সড়কে বহু গাড়ি আটকে থাকতে দেখা যায়।

বৃষ্টির পানিতে রাস্তা ডুবে যাওয়ায় সড়কে আটকা পড়েন অনেকে। অনেক রাস্তায় সিএনজিচালিত অটোরিকশায় পানি ঢুকে বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে নীলক্ষেত, কাঁটাবন, হাতিরপুলসহ বিভিন্ন এলাকার সড়কেও পানি জমে থাকতে দেখা যায়। এতে যান চলাচল ব্যাহত হয়। এদিকে এ মুষলধারে বৃষ্টিতে তলিয়ে যায় বাংলাদেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও (বুয়েট)।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বুয়েট ফটোগ্রাফিক সোসাইটির এক্সিকিউটিভ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস এম রুহফায়েদ সাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যায়- মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে বুয়েটও!

‘বুয়েট সমুদ্র সৈকতে আপনাকে স্বাগতম’ শীর্ষক ক্যাপশনের ভিডিওতে দেখা যায়, বুয়েটের তিতুমীর হল, শেরে বাংলা হল, এম এ রশীদ হল হাঁটু থেকে কোমর পানিতে ডুবে গেছে। এছাড়া বুয়েট প্রাঙ্গণসহ স্টাডি রুমের মধ্যেও এ সময় পানি দেখা যায়। মুষলধারে বৃষ্টির পানিতে তলিয়ে যেতে দেখা গেছে আবাসিক হলগুলোর বারান্দাও।

এদিকে রাজধানীতে বৃহস্পতিবার ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুক্রবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবারের টানা বৃষ্টির পর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। অনেক রাস্তা তলিয়ে গিয়ে যান চলাচলও বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে বিভিন্ন স্থানের পানি নেমে গেলেও নিউমার্কেট এলাকাসহ অনেক জায়গায় এখনও সড়ক ডুবে আছে পানিতে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।