যশোর: যশোরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
আটক চারজন হলেন- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ উপজেলার মহিগঞ্জের মৃত গোপাল চন্দ্রের ছেলে সিদাম সাহা, বেনাপোলের উত্তর গাতিপাড়ার মৃত শহিদুলের মেয়ে বিউটি খাতুন, চাঁচড়া এলাকার মৃত আমজাদ শেখের মেয়ে শাহিনুর খাতুন ও বেনাপোল ভবেরবেড় এলাকার বাসিন্দা জাহিদ কবীরের স্ত্রী ফাতেমা খাতুন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর রেলস্টেশন থেকে চৌরাস্তা যাওয়ার পথে হরিজন পল্লির সামনে থেকে চারজনকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় তেল, সাবান, শ্যাম্পু, বডি স্প্রে, ফেসওয়াশসহ ভারতীয় প্রসাধনী উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য চার লাখ ৬০ হাজার ৮৫৫ টাকা।
এ ঘটনায় র্যাব-৬ যশোরের জেসি আবু তাহের বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
শুক্রবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
ইউজি/আরআইএস