ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, সেপ্টেম্বর ২৩, ২০২৩
ঠাকুরগাঁওয়ে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৩ হাজার ৭৫৫টি ইয়াবা ট্যাবলেটসহ ইলিয়াস আলী ওরফে নিরব (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম।

এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোরে ইলিয়াস আলীকে গ্রেপ্তারের পর বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ইলিয়াস ভানোর ইউনিয়নের দূর্গাপুর কাশিডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে। তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করেই ৩ হাজার ৭৫৫টি ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ভানোর ইউনিয়নের দূর্গাপুর কাশিডাঙ্গা গ্রামে অভিযা পরিচালনা করে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ