ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
রাজধানীতে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. সোহেল, মো. ময়নুল ওরফে ময়নাল ও মো. বিকাশ হোসেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে মিরপুরের কাজীপাড়া কৃষিবিদ বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য জানান।  

তিনি বলেন, কয়েকজন মাদক কারবারি মিরপুরের কাজীপাড়া কৃষিবিদ বাজার এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ২২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা ঢাকার বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিলেন।  

গ্রেপ্তারদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
পিএম/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।