নওগাঁ: মহাদেবপুর ও পোরশা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই আদিবাসী নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তাদের মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, বাড়ির পাশে ধানক্ষেতে বেশ কয়েকজন আদিবাসী নারী-পুরুষ কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হয়। ঘটনাস্থলেই শ্রীমতি ও সবানীর মৃত্যু হয়। এ সময় আরও এক নারী আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পোরশায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় রফিকুলের। পোরশা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, দুপুরে পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান রফিকুল ইসলাম। বৃষ্টি শুরু হয় এ সময়, এক পর্যায়ে বজ্রপাত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এমজে