রাঙামাটি: অবৈধ অস্ত্র পাহাড়ে পর্যটন শিল্পের বিকাশে প্রধান অন্তরায় বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে রাঙামাটি পর্যটন শিল্পের সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
দীপংকর তালুকদার বলেন, জেলায় পর্যটকদের সংখ্যা বাড়াতে হলে পুরো শহর পরিষ্কার-পরিছন্ন রাখতে হবে। হোটেল-মোটেলগুলোয় পর্যটকদের জন্য সেবার মান বাড়াতে হবে।
তিনি বলেন, এখানে স্থায়ী পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত যত হোটেল, মোটেল এবং রিসোর্ট আছে সেগুলোকে উন্নত করতে হবে। বাইরের ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করলে স্থায়ী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে।
রাঙামাটি পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা সমাজ সেবা কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্য, প্রবীণ সাংবাদিক একেএম মকসুদ আহম্মেদ সংশ্লিষ্ট অন্যান্যরা।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এসআইএ