ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সবুজবাগে মোটরসাইকেল চুরি, ২ চোরকে খুঁজছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
সবুজবাগে মোটরসাইকেল চুরি, ২ চোরকে খুঁজছে পুলিশ সিসিটিভি ফুটেজে ধারণকৃত ২ সন্দেহভাজন চোর

ঢাকা: রাজধানীর সবুজবাগ থানাধীন ৪৩/৩১ সবুজকানন এলাকার রান কর্পোরেশনের অফিসের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় ২ সন্দেহভাজন চোরকে খুঁজছে পুলিশ।

রোববার (২৪  সেপ্টেম্বর) সন্দেহভাজন দুই চোরের ছবি প্রকাশ করে তাদের গ্রেপ্তারে সহায়তা চেয়েছে সবুজবাগ থানা পুলিশ।

চুরির ঘটনায় মামলার এজাহারে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রান কর্পোরেশনের অফিসের সামনে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় ২ ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যাচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আনোয়ার হোসেন জানান, মামলার সুষ্ঠু তদন্তের জন্য ছবিতে প্রদর্শিত ২ সন্দেহভাজন লোকের সন্ধান জানা প্রয়োজন। কেউ তাদের সন্ধান পেয়ে থাকলে সবুজবাগ থানার এসআই মো. আনোয়ার হোসেন (০১৭১৯-৩৩৩৯০৫) অথবা সবুজবাগ থানার ওসির (০১৩২০-০৪০১৮৮) সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
পিএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।