ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আরএমপিতে যুক্ত হলো ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
আরএমপিতে যুক্ত হলো ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান’

রাজশাহী: প্রথমবারের মতো রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদস্যদের খাবার সরবরাহের জন্য যুক্ত হলো ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান’।  

রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আরএমপি পুলিশ লাইন্সে এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান’ এর উদ্বোধন করেন।

এ সময় পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যানের মাধ্যমে এখন থেকে নগরীর বিভিন্ন স্থানে আরএমপির পুলিশ সদস্যরা তাদের ডিউটি পোস্টে গরম ও মানসম্মত খাবার পাবেন। ফলে পুলিশ সদস্যদের মনোবল আরও বাড়াবে।  

তিনি আরও বলেন, শিগগিরই কর্তব্যরত পুলিশ সদস্যদের জন্য স্মার্ট কিচেন চালু করা হবে। সেখানে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হবে।

এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার যোগদানের পর থেকে মহানগর পুলিশের সার্বিক কল্যাণে নানাবিধ পদক্ষেপ নিয়েছেন। তিনি ফোর্সের সদস্যদের খাবারের মান উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেন এবং ফোর্সের মেসের পরিবেশ ও খাবারের মানের দিকে মনোনিবেশ করেছেন। এরই মধ্যে তিনি খাবার মেন্যু মানসম্মত করার নির্দেশ দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত পুলিশ সদস্যদের খাবার পরিবহন ও পরিবেশনের প্রচলিত পদ্ধতি যথেষ্ট আধুনিক ও মানসম্মত নয়। তাই তিনি একটি ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান’ চালু করার উদ্যোগ গ্রহণ করেন।

এর আওতায় যেসব অফিসার ও ফোর্স মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে ডিউটিতে নিয়োজিত থেকে খাবার গ্রহণ করেন তারা এ সুবিধার আওতায় আসবেন। স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যানে খাবার যেমন গরম থাকবে তেমনি খাবারের মান অটুট থাকবে।

নতুন এ কার্যক্রম উদ্বোধনকালে আরএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফ উদ্দীন শাহীনসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।