ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

২৭ সেপ্টেম্বর পর্যন্ত পৌরকর-ট্রেড লাইসেন্স পরিশোধে বিশেষ ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
২৭ সেপ্টেম্বর পর্যন্ত পৌরকর-ট্রেড লাইসেন্স পরিশোধে বিশেষ ছাড়

রাজশাহী: নগরবাসীকে হাল পৌরকর পরিশোধের ওপর শতকরা ১০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।  

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ নূর-ঈ-সাইদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশনের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে ট্যাক্স পরিশোধ করলে হাল পৌরকরের ওপর ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। অটোরিকশা, চার্জার রিকশা ও চালক রেজিস্ট্রেশনের নবায়ন ফি রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এরই মধ্যে জমা নেওয়া শুরু হয়েছে। উক্ত রেজিস্ট্রেশন ফিসহ সব প্রকার ট্রেড লাইসেন্স ফি আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করলে সংশ্লিষ্টদের সারচার্জ মওকুফের সুযোগ দেওয়া হবে। তিনি নগরবাসী ও সংশ্লিষ্ট সবাইকে এ সুযোগ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।