রাজশাহী: নগরবাসীকে হাল পৌরকর পরিশোধের ওপর শতকরা ১০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ নূর-ঈ-সাইদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশনের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে ট্যাক্স পরিশোধ করলে হাল পৌরকরের ওপর ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। অটোরিকশা, চার্জার রিকশা ও চালক রেজিস্ট্রেশনের নবায়ন ফি রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এরই মধ্যে জমা নেওয়া শুরু হয়েছে। উক্ত রেজিস্ট্রেশন ফিসহ সব প্রকার ট্রেড লাইসেন্স ফি আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করলে সংশ্লিষ্টদের সারচার্জ মওকুফের সুযোগ দেওয়া হবে। তিনি নগরবাসী ও সংশ্লিষ্ট সবাইকে এ সুযোগ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এসএস/আরবি