ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
কক্সবাজারে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা

কক্সবাজার: কক্সবাজারে উন্নয়ন, সীমান্ত ও মোবাইল সাংবাদিকতার ওপর দিনব্যাপী সাংবাদিকদের দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফ্রেন্ডশিপের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।



কর্মশালার উদ্বোধন করেন কক্সবাজার প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী।  

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ফ্রেন্ডশিপের ডেপুটি ডিরেক্টর (হেড অব কমিউনিকেশন) তানজিনা শারমিন, সিনিয়র ডিরেক্টর শামীম রেজা, কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমদ, মুহাম্মদ আলী জিন্নাত ও আবদুল কুদ্দুস রানা।  

এতে প্রশিক্ষক ছিলেন পিনাকী রায়, স্যাম জাহান ও সুকান্ত গুপ্ত অলক। কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।