ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে মাকে আটকে রেখে মেয়েকে গণধর্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
আড়াইহাজারে মাকে আটকে রেখে মেয়েকে গণধর্ষণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বসতঘরে ঢুকে মাকে আটকে রেখে মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) এ ঘটনায় থানায় ধর্ষিতার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

গত শুক্রবার দিবাগত রাত ১টায় আড়াইহাজার থানাধীন সাতগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলো— আড়াইহাজারের শখেরগাঁও কাজীপাড়া এলাকার শহিদুল্লার ছেলে আশিক (২০), ফজার ছেলে ছরহাব (২৮), সাতগ্রামের টেকপাড়ার মোস্তফার ছেলে হিমেল (২৬), শেরুর ছেলে এনামুল (২৫), মনির হোসেনের ছেলে সুজন (২৪)।

মামলার লিখিত অভিযোগ থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারীর (২৬) স্বামী প্রবাসে থাকায় তিনি সন্তান নিয়া মায়ের বাড়িতে থাকেন। স্থানীয় বাজারে আসা-যাওয়ার পথে অভিযুক্তরা তাকে উত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিত। শুক্রবার দিবাগত রাতে বাড়িতে ঢুকে ওই নারীর মাকে মারধর করে এবং মুখ বেঁধে পাশের ঘরে আটকে রেখে আশিক ও এনামুল তাকে কয়েক দফায় ধর্ষণ করে।

এ সময় অন্যান্য সহযোগীরা ধর্ষণের শিকার নারীর মাকেও যৌন নিপীড়ন করে। মোবাইলে মেয়ের নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়।

পরদিন সকালে ধর্ষণের শিকার নারী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তৈয়ব জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।