ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন তথ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

রাজশাহী: আগামী মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক দিনের সরকারি সফরে রাজশাহীতে আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।  

তিনি আকাশপথে প্লেনে করে মঙ্গলবার দুপুর ১২টায় রাজশাহী পৌঁছাবেন।

 

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সরকারি এক তথ্যবিবরণীতে এই কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় মন্ত্রী নগরীর মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগর ও জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেবেন।  
সম্মেলন শেষে মন্ত্রী মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার উদ্দেশে রাজশাহী ছাড়বেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।