ঢাকা: প্রবাসী বাংলাদেশিদের বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠানো এবং সর্বজনীন পেনশন স্কিমে অংশ নেওয়ার আহ্বান জানালেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী। ফিজি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
সোমবার (২৫ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এম আল্লামা সিদ্দিকী বলেন, বৈধভাবে রেমিট্যান্স পাঠানো প্রবাসী বাংলাদেশিরা ও তাদের পরিবার দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, দীর্ঘমেয়াদি সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসী বাংলাদেশিসহ দেশ উপকৃত হবে। এক্ষেত্রে রাষ্ট্র এই স্কিমে অংশগ্রহণকারীদের অর্থের যথাযথ ব্যবহারসহ নির্দিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা দেবে।
হাইকমিশনার বলেন, এখন বাংলাদেশের সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে।
এ সময় তিনি প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের নিয়মকানুন মেনে চলার জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানে ফিজি বাংলাদেশ এসোসিয়েশনের নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন আল্লামা সিদ্দিকী।
ফিজি বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা দেন এসোসিয়েশনের সভাপতি এবং ফিজি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শওকত আলী। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা নিজস্ব চেতনা ও পরিচয় নিয়ে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছে। সবাইকে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সজাগ থাকতে হবে।
বাংলাদেশ ফিজি এসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা আয়োজিত এ মতবিনিময় সভায় প্রায় পাঁচ শতাধিক অভিবাসী কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পেনশন স্কিমের ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম ও কল্যাণ) মো. সালাহউদ্দিন।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
টিআর/এসআইএ