ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে এলোপাতাড়ি গুলির ঘটনায় গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৯, সেপ্টেম্বর ২৫, ২০২৩
তেজগাঁওয়ে এলোপাতাড়ি গুলির ঘটনায় গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে প্রাইভেটকার আরোহী শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনায় মারুফ বিল্লাহ ওরফে হিমেল নামে একজনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।  

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তার হিমেল শীর্ষ সন্ত্রাসী মামুনের অবস্থান বার বার জানানোর চেষ্টা করছিল। তিনি গুলির দিন স্পটে উপস্থিত ছিলেন বলে স্বীকার করেছেন। তার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।  

তিনি আরও বলেন, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।  

এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় একদল সন্ত্রাসী। এলোপাতাড়ি গুলির ঘটনায় মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তিনি কাজ শেষে গুলশানের অফিস থেকে ভাড়ায় মোটরসাইকেলে করে মতিঝিলের আরামবাগের বাসায় ফিরছিলেন। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। গত শনিবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।