ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

আদিলুর-এলানের মুক্তির দাবিতে ফেনীতে অধিকারের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
আদিলুর-এলানের মুক্তির দাবিতে ফেনীতে অধিকারের মানববন্ধন

ফেনী: মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানের নিঃশর্ত মুক্তির দাবিতে ফেনীতে মৌন প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফেনী প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে অধিকার ফেনী ইউনিট।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ফ্রি আদিল, ফ্রি এলান’ লেখা স্লোগান সম্বলিত কালো প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাদের বেকসুর খালাস দেওয়ার দাবি জানান।

মানববন্ধন কর্মসূচি পরিচালনা ও সভাপতিত্ব করেন অধিকার ফেনীর ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীম।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঞা, সাংবাদিক এন এন জীবন, বীর মুক্তিযোদ্ধা নসু নেতা, প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, শিক্ষক শাহজালাল ভূঞা, সাংবাদিক জাকের হায়দার সুমন, ইউসুফ আলী, তোফায়েল আহমেদ নিলয়, মানবাধিকার কর্মী শেখ আশিকুন্নবী সজিব, আমিনুল শাহীন।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম, জেলা তাতী দলের সভাপতি সরওয়ার জাহান শ্রাবন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ্ উদ্দিন মামুন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রাসেল প্রমুখ।

২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে করা মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। গত ১৪ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।

২০১৩ সালে দায়ের হওয়া ওই মামলার আসামি অধিকারের সম্পাদক আদিলুর এবং সংগঠনটির পরিচালক নাসির। তারা দুজনই জামিনে ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।