ফেনী: ফেনী ইঞ্জিনিয়ার্স পেশাজীবী সমিতির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফেনী শহর আমার, আপনার তথা আমাদের সবার। সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে ফেনীকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।
ফেনী পৌরসভার উন্নয়নকাজের মান বজায় রাখতে এবং শহরে সৌন্দর্য বাড়াতে ইঞ্জিনিয়ারদের পরামর্শ চাই। এ শহরে দেশের বিভিন্ন স্থানে কাজের সন্ধানে ও জীবিকার প্রয়োজনে প্রতিনিয়ত মানুষ আসার কারণে দিন দিন লোকজনের সংখ্যা বাড়ছে। জনসংখ্যা বাড়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নিতে চাই।
তিনি বলেন, সততার সঙ্গে দায়িত্ব পালন করে নাগরিক সেবা নিশ্চিত করতে চাই। পৌরসভায় কেউ অযথা হয়রানির শিকার হলে আমাকে জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আধুনিক নগরায়ণে কোনো হয়রানি সহ্য করা হবে না।
মতবিনিময় ও পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ফেনী জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আবুল খায়ের (ভিপি) ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ জাহান।
ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শওকত চৌধুরী ও কোষাধ্যক্ষ আবদুর রহিম ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে সদস্য মুরাদ হাসনাত রাফীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইঞ্জিনিয়াররা শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানে ফেনীতে কর্মরত অন্যান্য প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
ফেনী ইঞ্জিনিয়ার্স পেশাজীবী সমিতির নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মহিউদ্দিন আহাম্মদ, সহ-সভাপতি আনিছুর রহমান, সম্পাদক শওকত হোসেন চৌধুরী, অর্থসম্পাদক মো. আব্দুর রহিম। সদস্য হিসেবে রয়েছেন মো. জোনায়েদ, রফিকুল ইসলাম, শেখ মো. রফিকুল ইসলাম, মাহফুজ উল করিম, মো. আবুল খায়ের আজাদ। এ কমিটি আগামী দুই বছরের জন্য গঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
এসএইচডি/আরবি