ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সেপ্টেম্বরে পাবনা-ঢাকা ট্রেন চালু না হওয়ার কারণ জানালেন রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
সেপ্টেম্বরে পাবনা-ঢাকা ট্রেন চালু না হওয়ার কারণ জানালেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পাবনা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সরকারতো প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় এসে অনেক প্রতিশ্রুতি দেয়, পাঁচ বছরের মধ্যে কি সেই সব প্রতিশ্রুতি পালন করতে পারে? কিছু পারে, কিছু পারে না। তাই আমি যে পাবনা থেকে ঢাকা ট্রেন চলাচল সেপ্টেম্বরে উদ্বোধন বলে দিলাম মানে যে সেপ্টেম্বরেই হয়ে গেল -এটা ভাবার সুযোগ নেই।

সব কিছুরইতো একটা নির্দিষ্ট সময় বেধে দিয়ে এটা হয় না। কোনো সময় হয়ে যায়, কোনো সময় হয় না।  

পাবনা সার্কিট হাউজে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।  

দায়িত্ব নেওয়ার পর গত ১৬ মে প্রথম পাবনা সফরে এসে এডওয়ার্ড কলেজ মাঠে জনসভায় সেপ্টেম্বরে পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চলাচলের ঘোষণা দিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেই ঘোষণা আর সেপ্টেম্বরে ট্রেন চালু না হওয়ার ব্যাখ্যা দেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, সেদিন প্রথমবার পাবনায় এসে তাড়াহুড়ো করে বলেছিলাম, সেপ্টেম্বরেই পাবনা থেকে ঢাকা ট্রেন চলবে। কিন্তু ট্রেন চালু হলো না কেন তার পেছনে প্রেক্ষাপট রয়েছে। এখানেও অনেকেই প্রশ্ন করছে, ‘সেপ্টেম্বর মাসতো আইসে গেল, কামতো কিছু দেহি না। ’ অনেকেই আমাকে ফোন করে জানিয়েছে। আমিতো এদিকে লেগে আছি। ট্রেন চালুর বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য ফাইল প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত গিয়েছে। প্রধানমন্ত্রী মত দিয়েছেন যে, পাবনা থেকে ঢাকা ট্রেন চললে সরকারের বা রেল বিভাগের কী লাভ আছে এটা একটু যাচাই করা দরকার। এটা সরকার প্রধান যাচাই করতে বলতেই পারেন। তিনি সন্তুষ্ট হতে চান। তিনি রেল কর্তৃপক্ষকে সার্বিক বিষয় বিবেচনা করতে বলেছেন। রেল কর্তৃপক্ষও সেগুলো নিয়ে কাজ করছে। তাই আপাতত ট্রেন চালু না হলেও নিরাশ হওয়ার কিছু নেই। এখন এই পর্যায়ে আছে। কেউ এটা নিয়ে সমালোচনা করতেও পারে, নাও করতে পারে। আমি যতটুকু করার আল্লাহর মর্জি ততটুকু করছি। ’ 

জনপ্রতিনিধিরা পাবনা মেডিকেল কলেজের হাসপাতালে নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কখনও কথা বলেনি উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, পাবনায় মেডিকেল কলেজ আছে, হাসপাতাল নেই। সবাই বিস্মিত হয়। আশা আকাঙ্ক্ষা নিয়ে, আপনারা যাদের জনপ্রতিনিধি বানিয়েছেন, তারা এ বিষয় নিয়ে সচিবালয়ের সংশ্লিষ্ট জায়গায় গিয়ে কখনও কথাই বলেনি, উত্থাপনই করেনি। কারও নলেজেই নাই। ২০০৮ সাল থেকে আজ পর্যন্ত এটা নিয়ে কোনো উচ্চ বাচ্চ্য হয়নি। বিষয়টা এমন দাঁড়িয়েছে যে, এটা ডেট কেস, মৃত কেস, এটা হওয়ার মতো নয়।

তিনি বলেন, পরে পরিকল্পনামন্ত্রীকে বললাম, এই প্রকল্পটা এমন এক জায়গায় নিয়ে আসেন যাতে বাস্তবায়ন করা যায়। তারপর অত্যন্ত তড়িত গতিতে এটা হতে থাকল। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলে স্মরণ করিয়ে দিলাম। তারপর সবার আন্তরিকতায় সেটি একনেকে অনুমোদন হয়েছে। এখন পাবনায় এসেছি সেই মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন করতে। তারপরও যারা এতদিন বিষয়টি উত্থাপনই করেনি কোনোদিন, তাদের কেউ কেউ বলছেন -হাসপাতালের ভিত্তিপ্রস্তর না কি, কি জানি স্থাপন হবি, তে হোনে যায়ে কি হবি, এমনি হইতো, ওমনি হইতো। ’ মানে লোকজন যেন উদ্বোধন অনুষ্ঠানের ওখানে না আসে এরকম একটি নেগেটিভ পাবলিসিটি হয়েছে। যারা ব্যর্থ তারা তো এটা করবেই।

ইছামতি নদীর সৌন্দর্য বর্ধন এবং খনন এটার কাজও অনেকদূর এগিয়ে গেছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এসব কাজ করে আমারতো পাঁচ পয়সা লাভ নাই। আমি করব পাবনার মানুষের জন্য। যেখানে জন্মগ্রহণ করেছি, যেখানে মুক্তিযুদ্ধ করেছি, আমার দায়বদ্ধতা থেকে এগুলো করি। করার দায়িত্ব মনে করি। যারা আপনাদের দ্বারা নির্বাচিত তারা কী করলেন, না করলেন এটা আমার দেখার দরকার নাই। আমি যাদের দ্বারা নির্বাচিত এবং পাবনার মানুষ হিসেবে একটা দায়িত্ববোধ থেকে আমি পাবনার উন্নয়নে কাজ করে যাব।

সাংবাদিকদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, আপনারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, আগাগোড়াই। আমি এজন্য কৃতার্থ এবং কৃতজ্ঞ। আপনারা তো জানেন, পাবনা থেকে এখন ঢাকায় প্রায় স্থায়ী হয়ে গেছি। পাবনার সঙ্গে আমার যোগাযোগ থাকত। আমিতো আসতাম সবসময়, নিজের বাসভবনে আসতাম। সবার সঙ্গে দেখা স্বাক্ষাৎ হতো। প্রেস ক্লাবেতো আমি অন্তত একবার হলেও যেতাম এবং সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতাম। খুবই ভালো লাগতো। এবার এই সময়ে তাড়াহুড়োর মধ্যে পাবনায় এসেছি, তাই আর প্রেসক্লাবে যাওয়া হলো না।

মতবিনিময় সভায় পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান স্বপনসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিনদিনের সফরে গতকাল বুধবার বিকেল ৪টা ২৫ মিনিটে হেলিকপ্টারে করে পাবনায় আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বিকেল ৪টার দিকে সাঁথিয়া উপজেলার ইছামতি নদীতে নৌকাবাইচ দেখেন এবং পুরস্কার বিতরণ করেন। আগামীকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে পাবনা ত্যাগ করবেন বলে কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।