ঢাকা: রাজধানীর কমলাপুর স্টেশন এলাকায় মেট্রোরেলের কাজের জন্য বিটিসিএলের সেকেন্ডারি (ওভারহেড ও আন্ডার গ্রাউন্ড) ক্যাবল কাটা পড়েছে। ফলে এই এলাকার টেলিফোনসমূহ সাময়িকভাবে বিকল হয়ে পড়েছে।
কাটা ক্যাবল প্রতিস্থাপনের কাজ প্রক্রিয়াধীন আছে জানিয়ে বৃহস্পতিবার বিটিসিএলের একজন কর্মকর্তা জানিয়েছেন, উক্ত কাজে মাস খানেক সময় লাগতে পারে।
টেলিফোন গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিটিসিএল।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
এমআইএইচ/এমএম