ঢাকা: রাজধানীর গুলশান নর্দ্দায় বাসের ধাক্কায় অজ্ঞাত (৬৫) বছরের এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহতের নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে নর্দ্দা বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের নিচে ঘটনাটি ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই বৃদ্ধাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
পথচারী মো. বাসির ও বায়েজীদ হাসান শুভ জানান, চার বন্ধু মিলে নর্দ্দা এলাকায় ঘুরতে বের হন তারা। নর্দ্দা বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হচ্ছিল ওই বৃদ্ধা। এ সময় কুড়িল বিশ্বরোডগামী রাজধানী পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন বৃদ্ধা। পরে দ্রুত জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ ফোন দেই। স্থানীয় লোকজন মিলে ঘাতক বাস ও চালককে আটক করে।
তারা আরও জানান, ঘটনাস্থলে পুলিশ এসে আমাদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলে। তখন ওই বৃদ্ধাকে বারিধারা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয় তার।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
এজেডএস/এসএম