ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

২ সংসদ সদস্যের মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
২ সংসদ সদস্যের মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক

ঢাকা: লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  একেএম শাহজাহান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।  

শনিবার (৩০ সেপ্টেম্বর) ডিএনসিসি মেয়র এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার, নিকটাত্মীয়, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় মেয়র বলেন, দুই জন বর্ষীয়ান রাজনীতিবিদের দেশপ্রেম ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে এবং তারা আজীবন মানুষের সেবা করেছেন যা জাতি চিরকৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তাদের মৃত্যুতে দেশ দুজন প্রখ্যাত রাজনীতিবিদ ও অসাধারণ দেশপ্রেমিককে হারালো, এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।

উল্লেখ্য, মরহুম একেএম শাহজাহান কামাল সাবেক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং উকিল আবদুস সাত্তার ভূঁইয়া   সাবেক ভূমি প্রতিমন্ত্রী ছিলেন। গতকাল রাতে তাঁরা  দুজনেই চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ সময়:১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।