ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় সেপটিক ট্যাংকে মিলল ২ নির্মাণশ্রমিকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
ছাগলনাইয়ায় সেপটিক ট্যাংকে মিলল ২ নির্মাণশ্রমিকের মরদেহ

ফেনী: ফেনীর ছাগলনাইয়া পৌর এলাকায় সেপটিক ট্যাংকের গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।  

শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের থানাপাড়ায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- খাগড়াছড়ির রামগড় থানার করইয়া বাগান এলাকার ছেরাজুল হকের ছেলে মাইন উদ্দিন ও বাগেরহাটের কচুয়া থানার সাংদিয়া গ্রামের রবীন্দ্র দাসের ছেলে বিকাশ চন্দ্র দাস।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে নির্মাণাধীন ভবনের আশপাশে খোঁজ করতে এলে দেখতে পাওয়া যায় তাদের মরদেহ সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে আছে। এ সময় চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক ভেঙে তাদের উদ্ধার করে ছাগলাইয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরামের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল)  মো. ওয়ালী উল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করছি একজন শ্রমিক সেন্টারিং খোলার জন্য নিচে নামলে সেখানে গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে আরেকজন শ্রমিক তাকে উদ্ধার করার জন্য নামলেই তিনি গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে সেখানে থাকা পানিতে ডুবে মারা যান। তারপরও বিষয়টি তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।