ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভাতিজার শাবলের আঘাতে প্রাণ গেল চাচার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
ভাতিজার শাবলের আঘাতে প্রাণ গেল চাচার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার শাবলের আঘাতে চাচা মোসলেম উদ্দিন (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় ভাতিজা সাগর আহম্মেদ জালালকে (৩৫) আটক করেছে পুলিশ।

 

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত মোসলেম উদ্দিন চরকুশাবাড়ী গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জমিজমা নিয়ে ভাতিজা জালালের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল মোসলেম উদ্দিনের। বিরোধের জেরে শনিবার সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা জালাল চাচা মোসলেম উদ্দিনকে শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর জালালকে আটক করে রাখেন এলাকাবাসী। পরে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।