ফরিদপুর: জেলার ভাঙ্গায় একটি চায়ের দোকানের সামনে থেকে তিন কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই দুই যুবক হলেন মাদারীপুরের শিবচর উপজেলার সূর্য্যনগর এলাকার মৃত রাজ্জাক মৃধার ছেলে দ্বীন ইসলাম মৃধা ওরফে দিল্লী (৩৫) ও একই উপজেলার দত্তপাড়া এলাকার সালাম মাতবরের ছেলে সজীব মাদবর (৩২)।
গ্রেপ্তার হওয়া ওই দুই যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের শেষে শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
এরআগে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের শেষে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এসআইএ