ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

সিলেটে ভারতীয় চিনির চালান জব্দ, পালিয়েছে চোরাকারবারিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, অক্টোবর ১, ২০২৩
সিলেটে ভারতীয় চিনির চালান জব্দ, পালিয়েছে চোরাকারবারিরা

সিলেট: জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাটে ভারতীয় চিনির চালান রেখে পালিয়েছে চোরাকারবারিরা। এ সময় ১৪২ বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ।

রোববার (০১ অক্টোবর) সোয়া ১২টার দিকে পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই গ্রামে বরকত উল্লাহর বাড়ির উঠান চিনির বস্তাগুলো জব্দ করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন সিলেট জেলার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার। তিনি বলেন, পান্তুমাই সাকিনে বরকত উল্লাহর বাড়ির উঠানে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখা ৫০ কেজি ওজনের ১৪২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি পালিয়ে যায়। তবে পলাতকদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন ডালিম মিয়া (২২), শাকিল (১৮), সালেহ আহমেদ (২২), জুয়েল (২২), আব্দুল মজিদ (৪২) ও সিদ্দিক (৫০)।

তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
এনইউ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।