ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানায় অভিযান, বন্ধের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানায় অভিযান, বন্ধের নির্দেশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কয়েল জব্দসহ অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৪ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার মাদানীনগর এলাকায় শরিফা অ্যান্ড সায়মা কেমিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আওতাধীন বাংলা কিং কয়েল কারখানায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান।

এ সময় র‍্যাব-১১ ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ২ লাখ ৪০ হাজার পিস মেয়াদোত্তীর্ণ কয়েল জব্দ করে। সেইসঙ্গে কারখানাকে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ফ্যাক্টরিটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।