ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ক্রোকারিজ ব্যবসায়ীকে গুলি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
রাজশাহীতে ক্রোকারিজ ব্যবসায়ীকে গুলি

রাজশাহী: রাজশাহীর কাটাখালী থানার হরিয়ানে এক ক্রোকারিজ ব্যবসায়ীকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।  

বুধবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। রাতে এই খবর লেখা পর্যন্ত হাসপাতালের অপারেশন থিয়েটারে তার জরুরি অস্ত্রোপচার শেষে ওয়ার্ডে নিয়ে চিকিৎসা চলছিল।

হামলায় আহত ক্রোকারিজ ব্যবসায়ীর নাম শাহীন।  

রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে হঠাৎ একটি মাইক্রোবাস শাহীনের ক্রোকারিজের দোকানের সামনে গিয়ে থামে।  এরপর দুর্বৃত্তরা মাইক্রোবাস থেকে নেমেই প্রথমে শাহীনকে কুপিয়ে জখম করে। পরে গুলি করে পালিয়ে যায়। কারা এই আকস্মিক হামলা চালিয়েছে তা কেউই বলতে পারছেন না। তবে হামলাকারীদের শনাক্তের জন্য পুলিশ অনুসন্ধান শুরু করেছে।  

এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৩
এসএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।