ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

৮ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
৮ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম!

চুয়াডাঙ্গা: জেলার জীবননগরে ৮ বছরের নিঃসন্তান দম্পতির ঘর আলো করে এসেছে ৪টি শিশু।  

বুধবার (৪ অক্টোবর) বিকেলে যশোরের কুইন্স নামের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এই চার নবজাতকের জন্ম দেন তহমিনা খাতুন নামে এক গৃহবধূ।

 

নবজাতকদের মধ্যে দুজন ছেলে এবং দুজন মেয়ে। তাদের নাম রাখা হয়েছে- জুম্মান, জুবায়ের, জুনিয়া ও জিনিয়া। মা’সহ নবজাতকরা সবাই সুস্থ আছেন।  

তহমিনা খাতুন (২৪) উপজেলার সুটিয়া গ্রামের বাসিন্দা। তার স্বামী জিয়াউর রহমান (২৯) পেশায় একজন কৃষক। বিবাহিত জীবনে দীর্ঘ ৮ বছর নিঃসন্তান ছিলেন এ দম্পতি।  

একসঙ্গে ৪ সন্তান পেয়ে খুশির জোয়ার বইছে এ কৃষকের পরিবারে।

নবজাতকদের বাবা জিয়াউর রহমান বলেন, ‘২০১৫ সালে আমাদের বিয়ে হয়। বিবাহিত জীবনে দীর্ঘ ৮ বছর নিঃসন্তান ছিলাম আমরা। দশ মাস আগে সন্তানসম্ভবা হন আমার স্ত্রী। ’ 

তিনি বলেন, ‘বুধবার সকালে জীবননগর থেকে যশোরে এসে তার স্ত্রীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করাই। সেখানে বিকেল ৩টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে আমার স্ত্রী তহমিনা ৪টি সন্তানের জন্ম দেন। '

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. শীলা পোদ্দার বলেন, ‘একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছে এক মা। মা ও নবজাতকরা সবাই সুস্থ আছেন। তবে জন্মের পর নবজাতকদের ওজন স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হওয়ায় তাদের এনআইসিতে রাখা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২৪৫৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।