ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে সারা দেশে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৯৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট চার লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সরকারি তদারকি সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারা দেশে অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরীতে অধিদপ্তরের তিনটি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৩৭টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সারা দেশে ৩৯টি টিম কর্তৃক ৫২টি বাজারে ৯৫টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অভিযোগে ৪ লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।