ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে বৃষ্টিতে মাটির দেয়াল ধসে ঘুমন্ত নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
গাংনীতে বৃষ্টিতে মাটির দেয়াল ধসে ঘুমন্ত নারীর মৃত্যু

মেহেরপুর: গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় মারা গেছেন পানসুরাতন নেছা (৬০) নামে এক নারী। এতে আহত হয়েছেন তার স্বামী আব্দুল লতিফ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, এলাঙ্গী ক্যাম্প পাড়ায় নিজেদের মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন পানসুরাতন নেছা ও তার স্বামী আব্দুল লতিফ। ভোরে বৃষ্টিতে দেয়ালের মাটি ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর গায়ের ওপর পড়লে পানসুরাতন নেছা ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হলে আব্দুল লতিফকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।