ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজবাড়ী কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, অক্টোবর ৭, ২০২৩
রাজবাড়ী কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু 

রাজবাড়ী: রাজবাড়ী জেলা কারাগারে সাঈদুর রহমান (৬০) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাঈদুর রহমান রাজবাড়ী সদর উপজেলার ডাটকি সরদার বাড়ীর মোতালেব সরদারের ছেলে।

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম জানান, সাঈদুর রহমান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি ২০১৫ সালে রাজবাড়ী জেলা কারাগারে আসেন। তার আগে কাশিমপুর কারাগারে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিল। কারাগারে তাকে চিকিৎসা দেওয়া হতো। আজ সকালে তার শারীরিক অবস্থা বেশি খারাপ হলে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার তার মৃত্যু হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টায় জেলা কারাগার থেকে একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।