ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
কোম্পানীগঞ্জে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক

নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় চলাচলের রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাংয়ের ১২ সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৭ অক্টোবর) দুপুরে আটককৃতদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

এর আগে, শুক্রবার (০৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি বাইপাস সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সৈকত হোসেন (২২), আবদুল্লাহ আল মামুন (১৮)), পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আহনাফ মাহি (১৮), তাহসিন সালমান (১৮), পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের মাহমুদুর রহমান জিসান (১৮), পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোনতাকিম হোসেন (১৮), মেহেদী হাসান (১৮), ইসপার হুদা তাবিব (১৮), পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের মো. ইকবাল তাহসিন (১৮), আরিফুর রহমান (১৮), পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম (১৮) এবং সিরাজপুর ইউনিয়নের আবিদ শাহরিয়ার সিফাত (১৮)।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে জনসাধারণের চলাচলের রাস্তায় বেসামালভাবে চিৎকারের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ১২ কিশোরকে আটক করা হয়। পরে শনিবার দুপুরে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বাংলানিউজকে জানান, অভিযুক্তদের বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।