ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় পলিথিন কারখানায় অভিযান, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
ফতুল্লায় পলিথিন কারখানায় অভিযান, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি অবৈধ পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৯ অক্টোবর) দুপুরে ফতুল্লার মধ্য ধর্মগঞ্জের ঢালীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান ও র‍্যাব-১১ নারায়ণগঞ্জ, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ ও ডিপিডিসি ফতুল্লা জোন এ অভিযানে সহায়তা করে।

এ সময় ৩২৫ কেজি পলি দানা, ৬ হাজার পিস প্লাস্টিক প্যাকেট ও ১৫০ কেজি প্লাস্টিক ওয়েস্টেজ জব্দ করা হয়। অভিযানে জব্দ মালামাল পরিবেশ অধিদপ্তর বরাবর হস্তান্তর করা হয় এবং অবৈধ ফ্যাক্টরির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান জানান, এলাকাবাসী জানায় ফ্যাক্টরিটি বাইরে তালা দিয়ে রাতে চালু রাখা হতো। দিনের বেলায় ফ্যাক্টরি চালু না থাকায় সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। আমরা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং মালামাল জব্দ করেছি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।