চাঁদপুর: জেলায় মাদক মামলায় বাবু মুন্সী (৩৮) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে গ্রেপ্তার বাবুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম।
বাবু মুন্সী সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের উত্তর মৈশাদীর মুন্সী বাড়ির তাফাজ্জল হোসেন মুন্সীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার (০৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মেহরাজ মাহমুদ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবু মুন্সীকে সদর উপজেলার উত্তর মৈশাদী এলাকা থেকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে (জিআর ২৭১/১৮, প্রসেস নং-৪০৪/২৩, ধারা- মাদক আইনের ৩(খ)/৭(ক)/২৫ মামলা সাজা হয়েছে।
ওসি মো. শেখ মুহসীন আলম জানান, তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
এসআইএ