ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বুধবার সংবাদ সম্মেলন ডেকেছেন ফখরুল 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
বুধবার সংবাদ সম্মেলন ডেকেছেন ফখরুল 

ঢাকা: সরকার পতনের চলমান এক দফা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামীকাল বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শামসুদ্দীন দিদার বাংলা নিউজকে বলেন, আগামীকাল বুধবার সরকার পতনের এক দফা আন্দোলনের পরবর্তী করণীয় ও বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বিদেশ পাঠানোর বিষয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে নেয়া সিদ্ধান্তের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন রেখেছেন ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি।

বাংলাদেশ সময় : ২২১৯ ঘণ্টা, অক্টোবর ১০,২০২৩
টিএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।