ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

সুপারি পাড়তে গিয়ে গোলাপগঞ্জে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২:২৮ পিএম, অক্টোবর ১২, ২০২৩
সুপারি পাড়তে গিয়ে গোলাপগঞ্জে যুবকের মৃত্যু প্রতীকী ছবি।

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে জুন্নাহ আহমদ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত যুবক উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের মইয়ব আলীর ছেলে। নিহতের ভাই হাফিজ জাবের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে জুন্নাহ আহমদ পাশের এক বাড়িতে সুপারি পাড়তে গাছে উঠেন। একপর্যায়ে গাছ ভেঙে নিচে পড়ে যায় জুন্নাহ। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সিলেটে নেওয়ার পরামর্শ দেন।  পরে সিলেট নগরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সুপারি পাড়তে গিয়ে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে খবর পেয়েছি। এ বিষয়ে নিহতের স্বজনদেরও কোনো অভিযোগ নেই। তাই মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য নেওয়ার চেষ্টা চলছে।
 
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এনইউ/এএটি

বাংলাদেশ সময়: ২:২৮ পিএম, অক্টোবর ১২, ২০২৩ / এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।