ঢাকা: স্বচ্ছতা, জবাবদিহিতা ও মান ঠিক রেখে নির্ধারিত সময়ে সকল প্রকল্পের কাজ শেষ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার( ১২ অক্টোবর) জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে ৷ কমিটির সভাপতি রওশন আরা মান্নান এর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য এনামুল হক, মোঃ আবু জাহির, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোঃ ছলিম উদ্দীন তরফদার এবং সৈয়দ আবু হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ওয়ান কার্ড ফর অল বাস্তবায়ন বিষয়ে ডিটিসি’র অগ্রগতি পর্যালোচনা এবং সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রকল্পের কাজ সমাপ্ত করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ”ওয়ান কার্ড ফর অল” এর র্যাপিড পাস ব্যবহার সম্পর্কে উদ্বুদ্ধ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
এছাড়া, অধিগ্রহণ করা ভূমি মালিকদের পাওনা টাকা স্বল্প সময়ের মধ্যে পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে পত্র পাঠানোর জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ ও বিআরটিসি এর চেয়ারম্যান, ঢাকা বিআরটি কোম্পানি লি: এর ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালকদ্বয়, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় ১৭০৯ ঘন্টা, অক্টোবর ১২, ২০২৩
এসকে/এমএম