ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

নড়াইলে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
নড়াইলে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নড়াইল: জেলায় ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে সদর উপজেলার হবখালি ইউনিয়নের কাগজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন লোহাগড়া উপজেলার মিঠাপুর গ্রামের নবীর মোল্যার ছেলে মোটরসাইকেল চালক বাদশা মোল্যা (৪৫) এবং আরোহী একই গ্রামের সবুর শেখের ছেলে মাদরাসাছাত্র কাফিল শেখ (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বাদশা ও কাফিল মোটরসাইকেলযোগে নড়াইল থেকে মিঠাপুরের দিকে যাচ্ছিলেন। পথে নড়াইল-মাগুরা সড়কের হবখালি ইউনিয়নের কাগজীপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক বাদশা মোল্যা নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান কাফিল। এ ঘটনায় ট্রলি চালক পলাতক রয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।