ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন শেখ হাসিনার মাধ্যমেই হয়: বাহাউদ্দিন নাছিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন শেখ হাসিনার মাধ্যমেই হয়: বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন শেখ হাসিনার মাধ্যমেই হয়। দেশের মানুষ তার হাতেই নিরাপদ মনে করে।


 
সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবে, বাংলাদেশ তার নেতৃত্বেই এগিয়ে চলবে। যারা জাতির পিতার হত্যাকারী, যারা বঙ্গবন্ধুকে খুন করেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

বৃহস্পতিবার(১২ অক্টোবর) বিকেলে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশের মানুষের অধিকারের বিপক্ষে যারা লড়বে তাদের বিরুদ্ধেই আন্দোলন। যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাঁধা দিবে সন্ত্রাস করবে, দেশের মানুষকে সাথে নিয়ে আওয়ামী লীগ সেই সন্ত্রাসীদের প্রতিহত করবে।

এ সময় কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম আরো বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে আরেক ধাপ এগিয়ে যাবে, আগামীতে স্মার্ট বাংলাদেশের মধ্য দিয়ে জাতির পিতার সোনার বাংলাদেশে পরিনত হবে। এই সোনার বাংলাদেশ বিনির্মানে যারা বাঁধা দিবে তাদের প্রতিহত করবে দেশের জনগণ।

মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চোকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামালের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এমএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।