ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩ এএম, অক্টোবর ১৩, ২০২৩
শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ আটক ১

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ ১ যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের গোয়েন্দা দল।

শুক্রবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার সৈয়দ মুকাদ্দেস হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুবাই থেকে আসা যাত্রীর লাগেজে আনা একটি এয়ার ফ্রাইয়ারের ভেতর প্রিভেন্টিভ টিমের মাধ্যমে সন্দেহজনক ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে, তা ভেঙে ধাতব চাকতি আকৃতির স্বর্ণপিণ্ড পাওয়া যায়, যার ওজন ১ হাজার ৩৯০ গ্রাম। এছাড়া, একটি সোনার বার, ৯৯ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১ হাজার ৬০৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।

আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এমকে/এফআর

বাংলাদেশ সময়: ১১:৪৩ এএম, অক্টোবর ১৩, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।