মাদারীপুর: জেলার শিবচরে পদ্মানদীতে অভিযান চালিয়ে ২১ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে নদীপাড়ে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শুক্রবার (১৩ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত শিবচরের পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে মৎস্য অফিস ও পুলিশ।
শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, দ্বিতীয় দিনের মতো শুক্রবার ভোর থেকে অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত নদীতে কোনো জেলে পাওয়া যায়নি। তবে পেতে রাখা ২১ হাজার মিটার জাল উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এসআইএ