ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চরভদ্রাসনে জাঁকজমক করে কিশোরীর বিয়ের আয়োজন!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
চরভদ্রাসনে জাঁকজমক করে কিশোরীর বিয়ের আয়োজন!

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অষ্টম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীর জাঁকজমক করে বাল্যবিয়ের আয়োজন চলছে।  

বৃহস্পতিবার (১২ অক্টোবর) গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) চলছে বিয়ের অনুষ্ঠান।  

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের টিলারচর এলাকার কে এম ডাঙ্গী গ্রামের সৌদি আরব প্রবাসী মো. মোয়াজ্জেম খানের অষ্টম শ্রেণি পড়ুয়া ১৬ বছর বয়সী মেয়েকে পার্শ্ববর্তী সদরপুর উপজেলার কাজী ডাঙ্গী গ্রামের এক সৌদি আরব প্রবাসীর সঙ্গে বাল্যবিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। স্থানীয় এক ইউপি চেয়ারম্যান এ বাল্যবিয়ের সহযোগিতা করছেন বলে স্থানীয়দের অভিযোগ।  

খোঁজ নিয়ে জানা যায়, কে এম ডাঙ্গী গ্রামের প্রধান রাস্তা থেকে মেয়ের বাড়ি পর্যন্ত দুই পাশে আলোকসজ্জা করা হয়েছে। বৃহস্পতিবার গায়ে হলুদের আয়োজন সম্পন্ন হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিয়ের সমস্ত আয়োজন চলছে।

মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার বিষয়ে জানতে চাইলে মেয়ের বাবা মো. মোয়াজ্জেম খান বলেন, আমার মেয়ের বয়স ১৮ বছরের বেশি হয়েছে। তাই আমরা আমাদের মেয়েকে বিয়ে দিচ্ছি। এতে সমস্যা কি? 

এ বিষয়ে মেয়েটির মা সালমা আক্তার বলেন, আমার মেয়ের বয়স ১৯ বছর। মাদরাসায় ভর্তি ফরমে বয়স কম দেখানো হয়েছে। জন্ম নিবন্ধনসহ সব কাগজ পত্রে জন্মতারিখ ঠিক আছে। এটা কোনো বাল্যবিয়ে নয়।

এ ব্যাপারে ইকরা ইসলামিয়া মহিলা মাদরাসার অধ্যক্ষ মুফতি মইন বলেন, জানামতে মেয়েটি এ বছরের মে মাসে আমাদের মাদরাসায় ‘কিতাব খানার জামাতে নাহবেমির শ্রেণিতে ভর্তি হয়েছে। মেয়েটি মাদরাসায় তিন মাস পড়াশুনা করার পর হঠাৎ করে মাদরাসায় আসা বন্ধ করে দেয়। মাদরাসায় ভর্তি ফরমে মেয়েটির জন্মসনদ নাম্বার অনুযায়ী তার বর্তমানে ১৬ বছর চলছে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, বাল্যবিয়ের বিষয়টি আমাদের জানা ছিল না। খোঁজ খবর নিয়ে বিষয়টি দেখা হবে। আমরা বাল্যবিয়ে বন্ধে বদ্ধপরিকর।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজাদ খানের মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও তিনি মোবাইল নম্বরটা রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।  

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি মোর্সেদের মোবাইলে একাধিক যোগাযোগ করেও পাওয়া যায়নি। তিনি মোবাইল নম্বরটা রিসিভ করেননি। যার কারণে তার বক্তব্যও জানা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।