ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

‘দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা বেড়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
‘দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা বেড়েছে’

খুলনা: খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, দুর্যোগ মোকাবিলায় শেখ হাসিনা সরকারের সক্ষমতা বেড়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ভৌগোলিক কারণে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর আয়োজিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত বিশ্ব দায়ী হলেও এর প্রভাবে বাংলাদেশে ঘূর্ণিঝড়-বন্যাসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে উল্লেখ করে বাবু বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাসে সরকার নানা উদ্যোগ নিয়েছে। বহুমুখী আশ্রয়ণ কেন্দ্র ও দুর্যোগ সহনীয় গৃহনির্মাণ এবং দুর্যোগ মোকাবিলায় দক্ষ জনবল কাঠামো তৈরি করায় দুর্যোগে ক্ষয়ক্ষতি কমে এসেছে।

তিনি বলেন, বিশ্বের অনেক দেশ এখন দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে মডেল হিসেবে অনুসরণ করছে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’-এ স্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।  

উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।  

বক্তব্য দেন- ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম আব্দুস সালাম কেরু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর ইমান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক, সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, রেড ক্রিসেন্ট কর্মকর্তা ইলিয়াস শাহ, রুমানা ইয়াসমিন মৌ, সুশীলন কর্মকর্তা তাপস কুমার দাশ ও আরিফুন্নেসা শিলা।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।