কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলা বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বড়ুয়াকে সভাপতি ও উত্তর বড় বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিত বড়ুয়া কেলসনকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ১৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে রামু কেন্দ্রীয় সীমা মহা বিহারে সংগঠনের বিদায়ী সভাপতি অধ্যাপক পরিক্ষিত বড়ুয়ার সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন বর্তমান সাধারণ সম্পাদক ও রামু উপজেলা আদর্শ সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভাস বড়ুয়া।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি অসীম বড়ুয়া ও প্রমতোষ বড়ুয়া, সহ- সম্পাদক নয়ন বড়ুয়া,অর্থ সম্পাদক সৌরভ বড়ুয়া,সহ- অর্থ সম্পাদক বিকাশ বড়ুয়া,প্রচার সম্পাদক দর্শক বড়ুয়া,সহ- প্রচার সম্পাদক দ্বিপান্বিতা বড়ুয়া, ধর্ম বিষয়ক সম্পাদক রাজেন্দ্র বড়ুয়া, সদস্য যথাক্রমে রুৎফুল কুমার বড়ুয়া,প্রভাত বড়ুয়া,সংগদেশ বড়ুয়া,শাপলা বড়ুয়া ও মনিকা বড়ুয়া।
সভায় ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট লেখক ও গবেষক অবসরপ্রাপ্ত শিক্ষক ধনীরাম বড়ুয়া নবগঠিত কমিটির সভাপতি সম্পাদকসহ সবাইকে আন্তরিকভাবে কাজ করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সংগঠনের উদ্যোগে পরিচালিত গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিদান পুনরায় শুরু করার পরামর্শ দেন।
সভায় আরও বক্তব্য দেন রুৎফুল কুমার বড়ুয়া, প্রভাত বড়ুয়া, রাজেন্দ্র বড়ুয়া, পরিতোষ বড়ুয়া, দর্শক বড়ুয়া, অসীম বড়ুয়া, সুকুমার বড়ুয়া বুলু, ধীমান বড়ুয়া, দ্বিপাণ্বিতা বড়ুয়া, শাপলা বড়ুয়া ও মনিকা বড়ুয়া।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এসবি/এসআইএস