ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

নোটিশ ছাড়াই মহিলা অধিদপ্তরের পরীক্ষা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
নোটিশ ছাড়াই মহিলা অধিদপ্তরের পরীক্ষা স্থগিত

ঢাকা: আগাম কোনো নোটিশ ছাড়াই মহিলা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ডে-কেয়ার ইনচার্জ পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে হলে এসে পরীক্ষার্থীরা জানতে পারেন পরীক্ষা স্থগিত করা হয়েছে।

কোনো নোটিশ ছাড়াই এভাবে পরীক্ষা স্থগিতের কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসা পরীক্ষার্থীরা রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ, হাবীবুল্লাহ বাহার কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজসহ বেশ কয়েকটি কেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন।

পরীক্ষার্থীরা জানান, কেন্দ্রে এসে তারা জানতে পারেন পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে তারা চরম দুর্ভোগে পড়েছেন।

তারা জানান, বেলা ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, সিট প্ল্যানও দেওয়া হয়। কিন্তু কেন্দ্রে আসার পর আধা ঘণ্টা আগে জানানো হয় পরীক্ষা স্থগিত।

জানা গেছে, ঢাকার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা বেশিরভাগই দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন। হলে ঢুকার পর কেন্দ্রের নিরাপত্তাকর্মীরা জানান, পরীক্ষা স্থগিত করা হয়েছে। হুট করে কিছু না জানিয়ে এভাবে পরীক্ষা স্থগিত করায় তারা অবাকই হয়েছেন। এমনকি স্থগিত করা হলেও পরীক্ষা শুরুর সময় পার হয়ে গেলেও অধিদপ্তরের ওয়েবসাইটে কোনো নোটিশও দেওয়া হয়নি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক জানান, রেসিডেন্সিয়াল কলেজে একটা চাকরির পরীক্ষা ছিল। শুনেছি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতের খবরে শিক্ষার্থীরা কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করেছিলেন। তবে সড়ক অবরোধের মতো কোনো ঘটনা ঘটেনি। কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে গেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।