মাদারীপুর: জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ৪৮ হাজার মিটার জাল জব্দ করেছে শিবচর মৎস্য অফিস।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত টানা অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।
তিনি বলেন, শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চর জানাজাত নৌ-পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস। এ সময় পদ্মানদীর বিভিন্ন অংশে ইলিশ শিকারের জন্য পেতে রাখা জাল জব্দ করা হয়। তবে এ সময় নদীতে কোনো জেলে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার থেকে মা ইলিশ রক্ষায় নিয়মিত এই অভিযান চলছে। টিম ভাগ করে সার্বক্ষণিক পদ্মানদীতে অভিযান চলমান রয়েছে। গত দুই দিনে ৪৯ হাজার মিটার জাল ধ্বংস করা হয়েছে। এছাড়াও শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত জব্দ করা ৪৮ হাজার মিটার জাল রাতেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এসআইএ