বরিশাল: জাতীয় ত্রি-পক্ষীয় পরামর্শ পরিষদকে উপেক্ষা করে শ্রম আইন সংশোধনের অপচেষ্টা রোধ, অত্যাবশ্যক পরিষদের বিল প্রত্যাহার করা, খাদ্যসহ নিত্যপণ্যের দাম কমানো, আইন করে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণসহ নয় দফা দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় নগরের সদররোডে অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করে বরিশাল মহানগর ও জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
শ্রমিক নেতা মো. ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন বরিশালের সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, কেন্দ্রীয় শ্রমিকদলের সহ-সাধারণ সম্পাদক এম.জি ফারুক, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জাতীয় শ্রমিক জোট বরিশালের আহ্বায়ক মোসলেম সিকদার, বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন সংঘের আহ্বায়ক শেখ আবুল হাসেম, বাংলাদেশ উপকূলীয় মৎস্য শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো. ইসরাইল পণ্ডিত, বরিশাল জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মোল্লা, মো. বাবুল মীর ও স্বপন দত্ত প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এমএস/এসআইএ