নবাবগঞ্জ (ঢাকা): প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছেন, তোমরা দেশের ভবিষ্যত। তোমাদের সহযোগিতায়ই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠতে পারবে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দোহার নবাবগঞ্জ (ডিএন) কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবীন বরণ ও বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এফ রহমান শিক্ষার্থীদের বলেন, তোমাদের সঠিক ইতিহাস জানতে হবে। তোমরা দেখতে ও শুনতে পাচ্ছ ফিলিস্তিন-গাজায় কি অবস্থা চলছে। আমাদের দেশের অবস্থাও এমন থাকতো। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশ স্বাধীন না হলে আমরা কিছুই করতে পারতাম না। আমাদের বয়স হয়েছে পরবর্তীকালে তোমরা দেশের হাল ধরবে। তোমাদের মাঝে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট বা রাজনীতিবিদ হবে। এর মধ্যে কেউ দেশের প্রধানমন্ত্রীও হতে পার। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে তোমাদের এগিয়ে আসতে হবে। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ডিজিটাল বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছেন। আজ তার প্রতিফলন পাচ্ছ। যেমন তোমাদের ভর্তি ও পরীক্ষার ফলাফল অনলাইনে পাচ্ছ। তেমনি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন তোমাদের সহযোগিতায় বাস্তবায়ন হতে পারবে।
এমপি বলেন, বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যার পর যারা ২১ বছর দেশ শাসন করেছে, তারা বাংলাদেশকে বিশ্বের কাছে ভিক্ষুক রাষ্ট্র হিসেবে পরিচিত করেছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে তার অক্লান্ত পরিশ্রমে দেশকে আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করে স্মার্ট বাংলাদেশ গড়তে ও দেশের উন্নয়ন চলমান রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
আরএ